অনলাইন ডেস্ক, ১৬ মে।। বুন্দেসলিগার চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ ২-২ ব্যবধানে ড্র করেছে ফ্রেইবার্গের বিপক্ষে।
ম্যাচটিতে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন রবার্ট লেভানডভস্কি। তবে বাভারিয়ানরা জয় না পেলেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন পোলিশ স্ট্রাইকার।
বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাগ বসিয়েছেন লেভা। ৩২ বছর বয়সী স্ট্রাইকার চলতি মৌসুমের লিগে ২৮ ম্যাচে করেছেন ৪০ গোল।
১৯৭২ সালে গড়ে ৭৭ মিনিটে একটি গোল করে এই রেকর্ড গড়েছিলেন মুলার। লেভা তার সেই রেকর্ডে ভাগ বসালেন গড়ে ৫৮ মিনিটে একটি গোলে।
বুন্দেসলিগার এই মৌসুমের শুরুর ১৯ ম্যাচে ১৮ গোল করেন পোলিশ তারকা। ওই সময় কেবল ০৫ ফেব্রুয়ারি হার্থা বার্লিনের বিপক্ষে গোলের দেখা পাননি লেভা।
তার দারুণ এই মাইলফলক ছোঁয়ার উদ্যাপনটাও হলো দেখার মতো। গোলের পর জার্সি তুলে ভেতরে মুলারের ছবি সংবলিত টি-শার্ট দেখান লেভা। যেখানে লেখা, ‘ফরেভার জার্ড’।