অনলাইন ডেস্ক, ১৬ মে।। গাজা শহরে আল-জাজিরা এবং এপির অফিস উড়িয়ে দেয়ার ঘটনায় ইসরায়েলের কাছে ব্যাখ্যা দাবি করেছে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। ব্লুমবার্গ জানিয়েছে, ভিয়েনাভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ট্রিয়নফি বলেছেন সংবাদ সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এমনকি সশস্ত্র সংঘাতের সময়েও তেমনটা হয় না। এটি মানবাধিকার এবং আন্তর্জাতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন।এপি প্রেসিডেন্ট বলেছেন, ‘গাজায় এখন কী হচ্ছে, সেটি পৃথিবীবাসী ঠিক মতো জানতে পারবেন না।’আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ এই হামলাকে যুদ্ধাপরাধ এবং সাংবাদিকদের সংবাদ পরিবেশন বন্ধ করার সুস্পষ্ট চেষ্টা বলে দাবি করেছেন।
গাজায় ধ্বংস হওয়া ভবনটিতে কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয়ও ছিল। ইসরায়েল বলছে, তাদের সেনারা জানিয়েছে ভবনটির অভ্যন্তরে হামাস কর্মকাণ্ড চালাচ্ছিল। সাংবাদিকদেরকে তারা মানবঢাল হিসেবে ব্যবহার করে আসছে। তবে এই দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি। ভবন উড়িয়ে দেয়ার প্রায় ঘন্টাখানেক আগে ইসরায়েল আল্টিমেটাম দেয়।
ওই সময়ের মধ্যে সাংবাদিকেরা ভবন ছেড়ে বেরিয়ে যান। রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল টানা সপ্তম দিনের মতো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আজ রবিবার ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন।