এককালীন কুড়ি হাজার টাকা আর্থিক অনুদান চাইল ১০৩২৩ এর একটি সংগঠন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।।মৃত্যু হলো আরো একজন চাকরিচ্যুত শিক্ষকের। প্রয়াত শিক্ষকের নাম নিরঞ্জন গোস্বামী। বাড়ি ফটিকরায়ের রাজনগর এলাকায়। এনিয়ে চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু তালিকা ৯৫এ দাঁড়ালো। চাকরিচ্যুত শিক্ষক এর মৃত্যুতে গভীর শোক করেছে চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠন।

চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে তারা যাতে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারেন এবং ওষুধের ব্যবস্থা করতে পারেন সে জন্য অন্তত প্রত্যেকের পরিবারের জন্য এককালীন কুড়ি হাজার টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করার জন্য।

১৫ মাস ধরে তারা চাকরিচ্যুত। বিকল্প কোনো ব্যবস্থা নেই। করোণা পরিস্থিতিতে তারা আরও অসহায় হয়ে পড়েছেন। সার্বিক পরিস্থিতি এবং অসহায়ত্বের কথা বিবেচনা করে আর্থিক অনুদান ঘোষণা করার জন্য সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা সম্পর্কে উচ্চ আদালতকেও হস্তক্ষেপ করার জন্য সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা অনুরোধ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?