কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করলেও সরকারি বিধিনিষেধ মানছে না কিছু মানুষ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ মে।।কনন্টেইনমেন্ট জোনে বিধিনিষেধ সঠিক ভাবে মানা হচ্ছে না৷ তিনটি ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন৷ পুর নিগম এলাকার এই ৩টি ওয়ার্ডে সংক্রমণের হার বেশি হওয়ার কারণেই কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়৷

কিন্তু কন্টেইনমেন্ট জোনে বিধিনিষেধ সরকারি ভাবে কার্যকর করার জন্য বলা হলেও কিছু কিছু মানুষ তা সেভাবে মেনে চলছে না৷ স্বাভাবিক কারণেই যে উদ্দেশ্যে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল বাস্তবে এর সুফল কতটা মিলবে তা প্রশ্ণ চিহ্ণ হয়ে দাঁড়িয়েছে৷
কন্টেইনমেন্ট জোন করার মুখ্য উদ্দেশ্য, এই সমস্ত এলাকার মানুষ জন বাইরে বেরুতে পারবে না৷

বাইরের কোন লোক ওই জোনে প্রবেশ করতে পারবে না৷ কিন্তু দেখা যাচ্ছে কন্টেইনমেন্ট জোনে থাকা মানুষজনের একাংশ বেরিয়ে আসছে৷ আবার বাইরের লোকেরাও কন্টেইনমেন্ট জোনে ঢুকে পড়ছে৷ প্রত্যেকেই নিজেদের কাজও সেরে নিচ্ছে৷ কিন্তু এতে করে যে সংক্রমণ বাড়বে বলাই বাহুল্য৷ এছাড়া অন্য সব এলাকাও সংক্রমিত হবার আশঙ্কা থাকছে৷

শনিবার ৪৬ নম্বর ওয়ার্ডের বাধারঘাট কেশব সংঘের বাঁশের রাস্তার বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলা হয়৷ কে বা কারা ব্যারিকেড ভেঙে ফেলেছে এব্যাপারে কিছু জানা যায়নি৷ তবে কন্টেইনমেন্ট জোনে ঢোকার মুখে বাঁশের অস্থায়ী ব্যারিকেডের সামনে রয়েছে পুলিশের পাহারা৷

প্রশ্ণ উঠছে পুলিশের উপস্থিতিতে ব্যারিকেড ভাঙলো কি করে৷ কারাই বা করেছে এই কাজটি৷ খবর, কন্টেইনমেন্ট জোনের কিছু মানুষ ব্যারিকেড ভেঙে ফেলেছে৷ এছাড়াও আরও কিছু এলাকায় ব্যারিকেড থাকলেও মানুষের যাতায়াত বন্ধ হয়নি৷

প্রশাসনের এদিকে কঠোর নজরদারি ব্যবস্থা করার দাবি উঠেছে৷ কারণ অবাধে যাতায়াত চলতে থাকলে নতুন করে আরও বহু মানুষ সংক্রমিত হয়ে পড়তে পারে৷ এই আশঙ্কা ক্রমশই বাড়ছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?