অনলাইন ডেস্ক, ১৬ মে।। মাঠে সময়টা ভালোই যাচ্ছে পাকিস্তানের। তবে মাঠের বাইরে দেশটির ক্রিকেটের অস্থির চিত্রই যেন ফুটে উঠছে বারবার। কিছুদিন ধরেই সিনিয়র ক্রিকেটাররা প্রকাশ্যে টিম ম্যানেজমেন্ট, বোর্ডের বিপক্ষে বলছেন। এবার সাবেকেরা একে অপরকে আক্রমণ শুরু করলেন। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি যেমন আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন।
আফ্রিদির অভিযোগ, শোয়েব মালিক যখন পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন, সেই সময়ে নাকি দলের মধ্যে তীব্র পলিটিকস শুরু হয়েছিল। দলের পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। যে কারণে নাকি ক্রিকেট থেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন আফ্রিদি। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আফ্রিদি। বলেছেন, ‘শোয়েব মালিক যখন অধিনায়ক হলেন, তখন টিমের মধ্যে মারাত্মক পলিটিকস শুরু হয়ে যায়। আমি ঠিক করেই নিয়েছিলাম, আর ক্রিকেট খেলব না।’সেই সময়ে এক বৃদ্ধ সন্ন্যাসী নাকি আফ্রিদিকে পরামর্শ দিয়েছিলেন।
আফ্রিদি বলছেন, ‘উনি আমাকে বলেছিলেন, তুমি খুবই চিন্তিত তোমার পারফরম্যান্স নিয়ে এবং পার্থিব বিষয় নিয়ে। তুমি হজরত মোহাম্মদের (স.) সঙ্গে তোমার কষ্ট গুলির তুলনা করে দেখো, দেখবে তোমার কষ্টগুলো কিছুই নয়।’ আফ্রিদি কথা বলেছেন, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব আখতার ও মোহাম্মদ আফিসের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতি নিয়েও।
শোয়েব তার আত্মজীবনীতে লিখেছিলেন, ‘পরিস্থিতি জটিল করে তোলার জন্য আফ্রিদি দায়ী।’যার প্রেক্ষিতে আফ্রিদি বলছেন, ‘আমি শোয়েবের সঙ্গে মজাই করছিলাম। আর আসিফ আমাকে সমর্থন করেছিল। এতেই শোয়েব রেগে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিল। তবে শোয়েবের মনটা কিন্তু খুবই ভালো।’