অনলাইন ডেস্ক, ১৫ মে।। কিছু দিন আগেই ৩৯ বছর বয়সে অবসর ভেঙে সুইডেন জাতীয় দলে ফিরেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলাই ছিল প্রধান লক্ষ্য। তবে দুর্ভাগ্য এসি মিলান তারকার।
হাঁটুর চোটে ইউরো থেকে ছিটকে গেছেন তিনি। সুইডেনের অফিশিয়াল টুইটার থেকে ইব্রাহিমোভিচের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোচ জ্যান অ্যান্ডারসন নিশ্চিত করেছেন, চোটের কারণে ইউরোয় খেলা হবে না ইব্রার।৯ মে জুভেন্তাসের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ইব্রাহিমোভিচ। ৩-০ গোলে জেতা ম্যাচটিতে ৬৬ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল সুইডিশ তারকাকে।
ইব্রাহিমোভিচ তার দেশের হয়ে রেকর্ড গোল স্কোরার। ১১৬ ম্যাচ খেলে গোল করেছেন ৬২টি। ২০১৬ ইউরোর পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি তিনি। মহাদেশীয় টুর্নামেন্ট ইউরো মাঠে গড়াবে ১১ জুন, শেষ হবে ১১ জুলাই। আসরটি গত বছর হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।