এডিসি ভিলেজ দখলকে কেন্দ্র করে ত্রিপরা মথা ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র গাবুরছড়া

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৫ মে।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার গাবুরছড়া এডিসি ভিলেজের দখলকে কেন্দ্র করে ত্রিপরা মথা ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র গাবুর ছড়া এলাকা । দুটি বিবদমান রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

এই সংঘর্ষে উভয় দলের দশ জনের উপরে আহত হয়েছে । ঘটনার পর একদল অপর দলের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। বিজেপির অভিযোগ গাবুরাছড়া বিজেপি পার্টি অফিসে হামলা চালায় তিপ্রা মথা, ভেঙ্গে দেওয়া হয় পার্টি অফিস ও একটি স্কুটি ।পক্ষান্তরে তিপ্রা মথার অভিযোগ গাবুর ছড়াতে বিজেপি দলের লোকেরা স্বচ্ছ ভারত কর্মসূচিতে হঠাৎ‌ আক্রমণ করে। গাবুর ছড়া এডিসি ভিলেজ দখল করার জন্যএই ঘটনা ঘটেনি বলে তারা দাবি করে ।

দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ বিশাল টিএস আর বাহিনী ছুটে যায় ।এলাকার পরিস্থিতি পরিস্থিতি থমথমে। আহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?