স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। আগরতলা শহরে আগের মত জল জমে না৷ জমলেও বেশি সময় স্থায়ী হয় না৷ জল জমা নিয়ে এমনটাই সাফাই গাইলেন নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে৷ জল জমার জন্য আগরতলা শহরের ভৌগোলিক স্থিতিকেই তিনি দায়ী করলেন৷
তিন বছর আগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে শকুন্তলা রোড ও আশপাশ এলাকায় জল জমতো৷ ৫ থেকে ৬ ঘন্টা জল দাঁড়িয়ে থাকতো৷ এখন তা হয় না৷ ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জল নেমে যায়৷ শহরের ১৬টা পাম্প যাতে বাধাহীনভাবে চালানো যায় তারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নগরোন্নয়ন সচিব৷
তিনি বলেন, শহরের জল নিষ্কাশনের জন্য আগে ছিল ৮টি পাম্প, এখন ১৬টি৷ ৪টি পাম্প ডিজেল চালিত৷ বাকিগুলো বিদ্যুৎ নিগমের জেনারেটর দিয়ে চলছে৷ কল্যানী ও গ্র্যান্ডিউজ এলাকায় স্থানীয়ভাবে আরো পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান৷
শুক্রবার নগরোন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা আগরতলা শহরের জল নিষ্কাশনি ব্যবস্থা ঘুরে দেখেন৷ পরে দপ্তরের সচিব জানান, শহরের আরো ৫ জায়গায় বিদ্যুৎ নিগমের জেনারেটর চালিত জল নিষ্কাশন পাম্প বসানো হবে৷ শহরের ড্রেন পরিষ্কারের জন্য ৩০ কোটি টাকার মেশিন কেনা হয়েছে৷
ড্রেনে ৩ ফুটের বেশি আবর্জনা হলে মেশিন দিয়ে তোলা হবে৷ শুক্রবার কিরন গিত্যে সহ প্রশাসনের আধিকারিকরা শহরের ওরিয়েন্ট চৌমুহনি ও পূর্ব থানা সংলগ্ণ দু’টি জল নিষ্কাশন পাম্প-এর অবস্থা খতিয়ে দেখেন৷ সচিব বলেন, আগরতলার ফায়ারব্রিগেড থেকে আখাউড়া পর্যন্ত ড্রেনের কাজ চলছে৷
পুজোর পর শেষ হবে বলে তিনি জানান৷ পুরবাসীকে ড্রেনে আবর্জনা না ফেলতে পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন, সরকারের লক্ষ্য শহরে যাতে জল না জমে৷ আগামীদিনে শহরে জল জমবে না বলেই তার আশা৷ সে কাজে তিনি শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন৷