স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৫ মে।। ঋণের দায়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলো এক যুবক। ঘটনা গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি কামারবাগ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্ধন ব্যাংকের ঋনের দায়ে এবং পারিবারিক অশান্তির দরুন ফাঁসিতে আত্মঘাতী হলেন অভিজিৎ দেবনাথ নামে ৩০ বছর এর এক যুবক ।
ঘটনা শনিবার সকালে উদয়পুর রাধা কিশোর পুর থানার অন্তর্গত মাতাবাড়ি কামারবাগ এসপিও ক্যাম্প এর পাশে একটি রাবার বাগানে। এ বিষয়ে এলাকার লোকজনরা সংবাদমাধ্যমের কাছে জানান বেশ কিছু দিন ধরেই ঋনের দায়ে পরিবারে ঝগড়া হচ্ছিল । অভিজিৎ দেবনাথ নামে ওই যুবক অস্বাভাবিক ভাবে নেশা করতো। অভিজিৎ আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো বলে অভিযোগ।
প্রতিনিয়তই তাদের পরিবারে ঝগড়া হতো বলে এলাকাবাসী জানান। শুক্রবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে ফাঁসিতে আত্মহত্যা করে অভিজিৎ । এ বিষয়ে ফাঁসিতে আত্মহত্যার ঘটনাটি উদয়পুর রাধা কিশোর পুর থানায় জানানো হলে ঘটনা স্হলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।ময়না তদন্তের পর মৃত্দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভিজিৎ এর মৃত্যুতে গোটা কামারবাগ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।