অনলাইন ডেস্ক, ১৫ মে।। আসছে গ্রীষ্মের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যাতে দেখা যাচ্ছে ঘরের মাঠে দলটি বেশ ব্যস্ত সময় পার করবে সামনের কিছু দিন। আড়াই মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাাকিস্তানের বিপক্ষে সব ফরম্যাট মিলে মোট ৬টি দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তাই সেটি মাথায় রেখেই সূচি করেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুইবারের চ্যাম্পিয়নরা তিনটি শক্তিশালী দেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সবমিলে আড়াই মাসের মধ্যে ঘরের মাঠে মোট ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১৫টি আন্তর্জাতিক টি-টিয়োন্টি খেলবে ক্যারিবিয়ানরা।
এক নজরে দেখে নিন উইন্ডিজের ব্যস্ত সূচি-
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ
প্রথম টেস্ট: ১০-১৪ জুন (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
দ্বিতীয় টেস্ট: ১৮-২২ জুন (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
প্রথম টি-টোয়েন্টি: ২৬ জুন (গ্রেনাদা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৭ জুন (গ্রেনাদা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)।
তৃতীয় টি-টোয়েন্টি: ২৯ জুন (গ্রেনাদা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)।
চতুর্থ টি-টোয়েন্টি: ১ জুলাই (গ্রেনাদা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)।
পঞ্চম টি-টোয়েন্টি: ২ জুলাই (গ্রেনাদা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৯ জুলাই (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১০ জুলাই (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
তৃতীয় টি-টোয়েন্টি: ১২ জুলাই (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
চতুর্থ টি-টোয়েন্টি: ১৪ জুলাই (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
পঞ্চম টি-টোয়েন্টি: ১৬ জুলাই (ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়া)।
প্রথম ওয়ানডে: ২০ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)।
দ্বিতীয় ওয়ানডে: ২২ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)।
তৃতীয় ওয়ানডে: ২৪ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৮ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)।
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ জুলাই (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম)।
চতুর্থ টি-টোয়েন্টি: ১ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম)।
পঞ্চম টি-টোয়েন্টি: ৩ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম)।
প্রথম টেস্ট: ১২-১৬ অগস্ট (সাবিনা পার্ক, জ্যামাইকা)।
দ্বিতীয় টেস্ট: ২০-২৪ অগস্ট (সাবিনা পার্ক, জ্যামাইকা)।