দুই কিলোমিটার ধাওয়া করে লরি আটক, উদ্ধার গাঁজা, গ্রেফতার সহচালক

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ মে।। মুঙ্গিয়াকামী থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ একটি লরি আটক করে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা৷

লরিচালক পালিয়ে গেছে৷ লরির নম্বর পিবি২৩ কে২৬০৭৷ সহ চালককে আটক করেছে পুলিশ৷ তার নাম হর্মিত সিং৷ পলাতক লরি চালকের নাম রঞ্জিত সিং৷ গাঁজা সহ আটক লরি মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসা হয়৷

এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানার ওসি অজয় দেববর্মার নেতৃত্বে পুলিশ আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় একটি লরি আটক করেন৷ লরি থামানোর পর এক এসপিও জওয়ান লরিতে উঠে চেক করার জন্য৷

তখনই চালক এসপিও জওয়ানকে নিয়ে গাড়ি চালিয়ে দ্রুত চলে যাবার চেষ্টা করে৷ তখনই মুঙ্গিয়াকামী থানার ওসি গাড়ি নিয়ে লরির পেছনে ধাওয়া করেন৷ ৪৩ মাইল এলাকায় লরিটি আটক করা হয়৷ এদিকে লরির সহচালক গাড়িটি থামানোর জন্য চালক তার মাথায় সজোরে আঘাত করেছে৷

লরিটি আটক করে তল্লাশি চালিয়ে ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যেই লরিতে করে গাঁজা নিয়ে যাবার চেষ্টা করছিল৷ মুঙ্গিয়াকামী থানার ওসির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?