স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ মে।। মুঙ্গিয়াকামী থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ একটি লরি আটক করে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা৷
লরিচালক পালিয়ে গেছে৷ লরির নম্বর পিবি২৩ কে২৬০৭৷ সহ চালককে আটক করেছে পুলিশ৷ তার নাম হর্মিত সিং৷ পলাতক লরি চালকের নাম রঞ্জিত সিং৷ গাঁজা সহ আটক লরি মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসা হয়৷
এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানার ওসি অজয় দেববর্মার নেতৃত্বে পুলিশ আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় একটি লরি আটক করেন৷ লরি থামানোর পর এক এসপিও জওয়ান লরিতে উঠে চেক করার জন্য৷
তখনই চালক এসপিও জওয়ানকে নিয়ে গাড়ি চালিয়ে দ্রুত চলে যাবার চেষ্টা করে৷ তখনই মুঙ্গিয়াকামী থানার ওসি গাড়ি নিয়ে লরির পেছনে ধাওয়া করেন৷ ৪৩ মাইল এলাকায় লরিটি আটক করা হয়৷ এদিকে লরির সহচালক গাড়িটি থামানোর জন্য চালক তার মাথায় সজোরে আঘাত করেছে৷
লরিটি আটক করে তল্লাশি চালিয়ে ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যেই লরিতে করে গাঁজা নিয়ে যাবার চেষ্টা করছিল৷ মুঙ্গিয়াকামী থানার ওসির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷