অনলাইন ডেস্ক, ১৫ মে।। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।
এদিকে আলজাজিরা কার্যালয় অবস্থিত যে ভবনে সেখানেও বোমা হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কর্মকর্তারা বলছেন, গাজায় আল-শাত নামে একটি শরণার্থী শিবিরের ওপর ইসরায়েলি বিমান হামলায় দুটি পরিবারের সাতজন নিহত হয়েছেন।
তারা বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া পাঁচ মাস বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে ছাড়া ওই পরিবারের আর কেউ বেঁচে নেই। পরে ওই শিশুকে হাসপাতালে নেয়া হয়।
ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের জবাবে ফিলিস্তিনি হামাস গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে আরো অন্তত ২০০ রকেট নিক্ষেপ করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর।
ইসরায়েলের বিরশেবা শহরে গাজা থেকে নিক্ষিপ্ত ফিলিস্তিনি রকেট হামলায় আহত ১৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।