স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৪ মে।। পবিত্র ঈদের দিনে সংখ্যালঘু এক মহিলার সেতুর উপর থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা৷ যদিও সেতু থেকে মহিলা নদীতে ঝাঁপ দিতে পারেনি৷
অন্যান্য লোকেরা মহিলাকে আটকে থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মহিলাকে থানায় নিয়ে আসে৷ জানা যায় সাংসারিক অশান্তি থেকেই এই আত্মহত্যার চেষ্টা৷ ঘটনাটি ঘটে সন্ধ্যা ছয়টা নাগাদ কমলপুর- সুরমার মধ্যে সংযোগ রক্ষাকারী পাকা ব্রিজে৷
ঘটনার বিবরণে প্রকাশ, আজ সন্ধ্যা ছয়টা নাগাদ কমলপুর থেকে সুরমাগামী ধলাই নদীর উপর যে সেতু আছে সেই সেতুর উপর থেকে এক মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন মহিলাকে ধরে ফেলে৷ এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়৷
মহিলাকে থানায় নিয়ে আসে৷ মহিলার নাম মনোয়ারা বিবি (২৫)৷ স্বামী বিমান আলী৷ মহিলার দুটো পুত্র সন্তান রয়েছে৷ তবে পারিবারিক ঝামেলা থেকেই যে সে এই কাণ্ড করার জন্য চেষ্টা করেছিল সে কথা সে পুলিশকে জানায়৷ যদিও তার বাড়ির লোকেরা খবর পেয়েই ছুটে আসে থানায়৷ তারা মহিলাকে থানা থেকে হসপিটালে নিয়ে যায়৷
কারণ মহিলা আজ সকাল থেকে কিছু খায়নি বলে জানা গেছে৷ হসপিটালে মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ এরপর তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়৷