কোভিড সংক্রমণ প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সিপাহীজলা জেলা পরিদর্শনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়/ সোনামুড়া, ১৫ মে।।রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সিপাহীজলা জেলা পরিদর্শন করেন। প্রথমে মুখ্যমন্ত্রী লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও লালসিং মুড়া কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান। এরপর মুখ্যমন্ত্রী জেলার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোভিড কেয়ার কল সেন্টার, বিশ্রামগঞ্জ পঞ্চায়েত রিসোর্স সেন্টারে কোভিড কেয়ার সেন্টার এবং মেলাঘরের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন।

বিশালগড় মহকুমার লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এখানকার স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো বিষয়ে বিস্তারিত খোজ খবর নেন। এই কোভিড কেয়ার সেন্টারের পরিকাঠামোগত কোন সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে জেনে নেন। উল্লেখ্য, এই কোভিড কেয়ার সেন্টারে ১০১টি শয্যা রয়েছে। এর মধ্যে অক্সিজেনযুক্ত শয্যা রয়েছে ৪০টি। এখানে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।

লালসিংমুডা কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জিলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, মুখ্য স্বাস্থ্য অধিকারিক রঞ্জন বিশ্বাস, বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, মহকুমা স্বাস্থা আধিকারিক ডা. জ্যোতির্ময় দাস প্রমুখ। এরপর মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ওয়ার রুম ও কল সেন্টার পরিদর্শন করেন। এই ওয়ার রুম ও কল সেন্টারের দায়িত্বে রয়েছেন ৬০ জন শিক্ষক।

ওয়ার রুম ও কল সেন্টার পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে। প্রশাসনও সতর্ক দৃষ্টি রেখেছে। মুখ্যমন্ত্রী জানান, এই ওয়ার রুম ও কল সেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালে ভর্তি, জেলার কোভিড কেয়ার সেন্টারগুলির শয্যা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। জনসাধারণের সুবিধার্থে এই সেন্টার চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী সবাইকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

এরপর মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জ জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারে কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন। এই কোভিড কেয়ার সেন্টারে ১০০টি শয্যা রয়েছে। এখানকার ১০০টি শয্যাই অক্সিজেন যুক্ত। বিশ্রামগঞ্জে কোভিড কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এরপর মেলাঘরে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন। এখানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ দাস, জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগণ। এই কোভিড কেয়ার সেন্টারে অক্সিজেন যুক্ত শয্যা রয়েছে ২৬টি ও ভেন্টিলেটর রয়েছে ৪টি। এই কোভিড সেন্টারে খুব শীঘ্রই শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হবে। তাছাড়া সোনামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৫০টি ও মেলাঘর দ্বাদশ শ্রেণী পুরাতন বিল্ডিং-এ ৫০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।

মেলাঘরে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোভিড টিকাকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রাখা ও কোভিড স্বাস্থাবিধি মেনে চলারও পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী এদিন মেলাঘরে সোনামুড়া মহকুমা হাসপাতালে নির্মীয়মাণ অক্সিজেন প্ল্যান্টটি পরিদর্শন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?