স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৫ মে।। রাজ্যে চাহিদামত ভ্যাকসিনের যোগান নেই। ফলে ভ্যাকসিন নিতে এসে বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভ্যাকসিন না নিয়ে ফিরে যেতে হয়েছে অনেকেই। করোনা ভ্যাকসিনের সংকট বিলোনিয়া মহকুমা হাসপাতালেও। ১৮বছরের উদ্ধে ভ্যাকসিন দেওয়া শুরু হতেই ভ্যাকসিনের সংকট দেখা দিলো বিলোনিয়া মহাকুমা হাসপাতালে।
এই নিয়ে চলছে ক্ষোভ বিক্ষোভ। শনিবার ভ্যাকসিনের স্বল্পতায় উত্তেজনা দেখা দেয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ও ভ্যাকসিন পায়নি অনেকেই । এক সময় ক্ষোভে ফেটে পড়ে ভ্যাকসিন নিতে আসা লোকজনরা। কিন্তু অফিশিয়াল ভাবে জানিয়ে দেওয়া হয় ভ্যাকসিন নেই। সকলকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যদিও সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রত্যাশীরা ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তাদের অভিযোগ যদি ভ্যাকসিনের স্বল্পতা থাকে তাহলে আগে কেন জানানো হয়নি।
আর যদি স্বল্পতাই থাকে, তাহলে পরে যেদিন ভ্যাকসিন আসবে সেদিন এই ভ্যাকসিন নেবে অপেক্ষমানরা। তাদের দাবি টোকেন দেওয়া হোক।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টোকেন দিতে রাজি হননি। এই নিয়ে শুরু হয় চরম উত্তেজনা।পাশাপাশি যেখানে সামাজিক দূরত্বের জন্য এত কিছু করা হচ্ছে কিন্তু একটি মহকুমা হাসপাতালে করোণা টিকা গ্রহণ কে কেন্দ্র করে কোন ধরনের সামাজিক দূরত্ব নেই বললেই চলে। সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ করলো বিলোনিয়া মহকুমা হাসপাতাল। করুনার বিধিকে উলংঘন করে চলছে করুণা টিকাকরণ। যে সামাজিক দূরত্বের কথা কেন্দ্রীয় সরকার বারবার বলে যাচ্ছে তা কোনোভাবেই মানেনি বিলোনিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।