আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেই ফাঁসল যানবাহন

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৫ মে।। সামান্য বৃষ্টিতেই আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থায় আটকে পড়েছে অসংখ্য যানবাহন। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এযেন চাষযোগ্য জমি,রাস্তার অবস্থা দেখলে অনেকের মনে এধারনাই জন্মাবে।কিন্তু এটা আসলে মডেল ত্রিপুরার আসাম-আগরতলা জাতীয় সড়কের কুমারঘাটের সিদংছড়া এলাকায় দৃশ্য।এই রাস্তায় সংষ্কারের নামে কাজে হাত লাগিয়েছে আরকেএসসিপিএল নামে এক বেসরকারি রাস্তা নির্মাণকারী সংস্থা।

অনেকদিন ধরেই জাতীয় সড়ক নির্মাণ কাজ চলছে।এরমধ্যেই বিপত্তি বাধালো বর্ষন।রাস্তার পিচের আস্তরন ভেঙে ফেলার ফলে বৃষ্টির জেরে একেবারে জল কাদায় পরিপূর্ণএকাকার জাতীয় সড়ক।এই অবস্থাতেই জীবনের ঝুকি নিয়ে রাস্তায় চলছে গাড়ি।কখনোবা কাদায় আটকে পড়তে হচ্ছে গাড়িকে।দ্বিচক্র যান চালকরাও রাস্তা পেরোতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ছেন। এদিকে রাস্তার এই দুরবস্থার ফলে জাতীয় সড়কে আটকে পড়েছে শত শত ছোটো-বড়ো গাড়ি।

সময় যত গড়াচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইনও।এই অবস্থায় দুর্ভোগের শিকার হচ্ছেন যান চালক থেকে যাত্রী সাধারন।এদিকে লাইনে আটকে পড়া জনৈক বহিঃরাজ্যের লরি চালকও তুলে ধরলেন তাদের দুর্ভোগের কাহিনি।রাজ্য সরকারকে এবিষয়ে নজর দেবার দাবী জানালেন ঐ লরি চালক।অন্যদিকে ঐ রাস্তায় দুর্ভোগ পীড়িত অন্যরাও জানালেন রাস্তায় আটকে থেকে তাদের করুন দশার কথা।কবে নাগাদ এই জাতীয় সড়কের হাল ফিরবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্ট পথচারীদের অন্দরে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?