স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ মে।। পুর নিগম এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা এন্টিজেন টেস্ট করবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও বাস্তবে তা করা হচ্ছে না। এন্টিজেন টেস্ট এর বদলে অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে।আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি চলেছে কোভিড সার্ভের কাজ। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ করছেন।
প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়ারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন জ্বর সর্দি-কাশি সহ অন্যান্য কোন উপসর্গ রয়েছে কিনা। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান করোণা সংক্রান্ত তথ্য উদ্ধারের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের সঙ্গে সহযোগিতা করছেন বলেও তারা জানান।
আগরতলা পুরো নিগমের এলাকায় করোনা সংক্রমনের সংখ্যা প্রবৃদ্ধি পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা অ্যান্টিজেন টেস্ট করবে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, প্রয়োজনীয় সংখ্যক টকিটস না থাকার কারণেই প্রতিটি বাড়ি বাড়ি সার্ভে করে দেখা হচ্ছে কোথায় কোথায় সংক্রমনের আশংকা রয়েছে। কোথাও কারো শরীরে কোন ধরনের উপসর্গ থাকলে বাধ্যতামূলকভাবে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তাদের এন্টিজেন টেস্ট করা হবে বলে জানা গেছে।