গণ্ডাছড়ার মগ পাড়ার মুসলিমদের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা রাজেশ ত্রিপুরার

স্টাফ রিপোর্টার, গণ্ডাছড়া, ১৪ মে।। কথা রাখলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নব্য নিযুক্ত মৎস্য দফতরের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা৷ শুক্রবার তিনি গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকা সফর করেন৷

নির্বাচনের আগে গণদেবতাদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জয়ী হলে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হবেন৷ মৎস্য দফতরের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বভার পাওয়ার পর প্রথমবারের মতো তিনি গণ্ডাছড়া মহকুমা সফর করেন৷

সফরকালে তিনি এলাকার মানুষ করোনা পরিস্থিতিতে কেমন আছেন সে সম্পর্কে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর দেন৷ শুধু তাই নয়, গৃহহীন দুটি পরিবারকে মাথা গোঁজার ঠাই করে নেন ব্যক্তিগত উদ্যোগে৷ তাদেরকে ঘর তৈরির জন্য আর্থিকভাবে সাহায্য করেন তিনি৷

এ প্রসঙ্গে মৎস্য দফতরের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা বলেন, এলাকায় বিরোধী দলের সমর্থক হওয়ার কারণে বাম আমল থেকে তাদেরকে কোন ধরনের  সাহায্য সহায়তা করা হয়নি৷

গৃহহীন পরিবারকে ঘর পর্যন্ত দেওয়া হয়নি৷ এলাকা সফরকালে তিনি জানান, এলাকার জনগণের পাশে তিনি সবসময় থাকবেন৷ তিনি এদিন গণ্ডাছড়ার মগ পাড়ায় মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িঘরে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷

তাদের হাতে ঈদ উপলক্ষ্যে মিষ্টি তুলে দেন৷ মৎস্য দফতরের কার্যনির্বাহী সদস্যের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন গণ্ডাছড়াবাসী৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?