ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এরই মধ্যে চুক্তি বাড়িয়ে নিয়েছেন নেইমার

অনলাইন ডেস্ক, ১৫ মে।। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এরই মধ্যে চুক্তি বাড়িয়ে নিয়েছেন নেইমার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে চুক্তি সাক্ষরের আগে নেইমার ক্লাবের প্রতি একটি ‘বিশেষ অনুরোধ’ রেখেছেন বলে খবর।২৯ বছর বয়সী নেইমারকে আসছে অলিম্পিকের ব্রাজিল স্কোয়াডে রাখা হতে পারে।

রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও স্বর্ণ ধরে রাখতে চায় দেশটি। নেইমার তাই চুক্তি সাক্ষরের আগে ক্লাবকে অনুরোধ করেছেন, অলিম্পিকের সময় তাকে ছেড়ে দিতে। উইরোপিয়ান ফুটবলে আসছে গ্রীষ্মের শুরুতে টোকিও অলিম্পিক ও কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। ব্রাজিলের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম জানায়, নেইমার দুটি আসরে খেলার আগ্রহের কথাই পিএসজিকে জানিয়েছেন।

পিএসজির এ ক্ষেত্রে সমস্যা হলো, অলিম্পিকে ফুটবল ইভেন্ট চলবে ২১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। কিন্তু এই তারিখগুলো পরবর্তী মৌসুমের জন্য পিএসজির প্রাক মৌসুম প্রস্তুতি ও মৌসুমের প্রথম ম্যাচের সঙ্গে মিলে যায়। এ ছাড়া কোপা আমেরিকা ও অলিম্পিক দুটি আসরেই নেইমার খেললে ক্লাবের হয়ে খেলার শুরুতে নিশ্চয়ই কয়েক দিন বিশ্রামও লাগবে তার।২০১৬ সালে বার্সেলোনা নেইমারকে অলিম্পিকে খেলতে দিতে রাজি হয়েছিল। তবে কোপা আমেরিকায় খেলতে পারেননি তিনি।

এদিকে ব্রাজিল অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন নিশ্চিত করেছেন, নেইমার অলিম্পিকে খেলতে চান। নেইমারের হাত ধরেই ২০১৬ সালে প্রথমবারের মত অলিম্পিকে স্বর্ণ জিততে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার দলের অংশ হলে স্বর্ণ ধরে রাখা অনেক সহজ হবে বলেও মনে করেন আন্দ্রে জার্দিন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?