ওইসব অমান্যকারী ব্যক্তিদের মাস্ক এনফোর্সমেন্ট আধিকারীরা দু’শ টাকা থেকে চার’শ টাকা আর্থিক জরিমানা আদায় করেন। উল্লেখ্য, কমলপুর মহকুমা কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রাথমিক সার্ভে দেখা গেছে, কমলপুর শহর ও গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ মুখে মাস্কহীন ও দূরত্বহীন অবস্থায় সরকারি নির্দেশ অমান্য করে চলাফেরা করছে।
শনিবার কমলপুর মাস্ক এনফোর্সমেন্ট আধিকারিকরা পুলিশের সহায়তা নিয়ে শহরের বিভিন্ন এলাকা ও বাজারে করোনা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেন। এবিষয়ে মাস্ক এনফোর্সমেন্ট আধিকারিক বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সরকার ও প্রশাসন করোনা সংক্রমণ প্রতিহত করার লক্ষ বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানালেও অনেকেই এসব বিধিনিষেধের তোয়াক্কা করছেন না। ফলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।