অনলাইন ডেস্ক, ১৫ মে।। ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব বলেছেন, ইসরাইল এখন মিডিয়া সোর্সগুলোকে টার্গেট করছে। যাতে বিশ্ববাসী ইসরাইলের বর্ণবাদী ইনচার্জ নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধাপরাধ বিশ্ব দেখতে না পায়।
এটা করা হয়েছে, যাতে ফিলিস্তিনিদের যে গণহত্যা করা হচ্ছে তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতে।ফিলিস্তিনের গাজায় আলজাজারিা ও অ্যাসোসিয়েট প্রেস কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার বোমা হামলা চালিয়ে আল জাজিরা এবং এপির অফিস গুঁড়িয়ে দেওয়া হয় বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।রয়টার্স জানায়, হামলার আগে ইসরায়েল ওই ভবনের মালিককে সতর্ক করে।
এরপর ভবনটি জনশূণ্য করা হয়। ইসরায়েল তার বার্তায় জানায়, ভবনটিতে হামাসের সদস্যদের উপস্থিতি রয়েছে। এরপর এমন টুইট করেন রাশিদা। এর আগে রাশিদা তালিব কান্নজড়িত কণ্ঠে ইসরায়েলি হামলার নিন্দা করেন। তিনি ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবেও অভিহিত করেন।