ইন্ডিগো’র তুঘলকি ফরমানে এমবিবি বিমানবন্দরে চরম হয়রানি, সফর বাতিল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। আইসিএমআর এর অনুমোদিত কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ থাকা সত্বেও ইন্ডিগো কতৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তে নিজের কর্মস্থল কলকাতা হয়ে পুনে আর যেতে পারলেন না ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মরত এক জওয়ান৷ নাম অসীম মজুমদার৷ বাড়ি বিলোনিয়া৷

বৃহস্পতিবার কলকাতা হয়ে পুনে কর্মস্থলে যাওয়ার কথা ছিল৷ ইন্ডিগো কতৃপক্ষের ঔদ্ধত্য পনায় আর যাওয়া হলো না৷ সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিযোগ করেন শ্রী মজুমদার৷ ইন্ডিগো কতৃপক্ষের বক্তব্য বিলোনিয়া হাসপাতালের অনুমোদিত কোভিড টেস্টের রিপোর্ট হলে হবে না, আগরতলা মেডিক্যাল কলেজের অনুমোদিত রিপোর্ট থাকতে হবে৷

জানা যায় বিলোনিয়াবাসী অসীম মজুমদার৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইন্ডিগো বিমানে করে যাওয়ার কথা ছিল কর্মস্থলে৷ সেই মোতাবেক বিলোনিয়া থেকে এমবিবি বিমানবন্দরে যান অসীম মজুমদার ও তাঁর পরিবার৷

এয়ারপোর্টে যাওয়ার পরেই ইন্ডিগোর কর্মীরা চেকিং-এর সময় আই সি এম আর এর রিপোর্ট দেখাতে বলার পর, শ্রী মজুমদার ও তাঁর পরিবারের রিপোর্ট দেখাতে গিয়ে ইন্ডিগোর কর্মীরা বিভিন্ন রকমের টালবাহানা শুরু করে৷

এক সময় বিলোনিয়া হাসপাতালের রিপোর্ট হবে না বলে জানিয়ে দেওয়া হয়৷ ইন্ডিগো অথরিটির পক্ষ থেকে তাদের বক্তব্য আই সি এম আর অনুমোদিত রিপোর্ট লাগবে তাও আগরতলা মেডিকেল হাসপাতালের হতে হবে বলে অভিযোগ৷

কিন্তু কোভিড মহামারি পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন মহকুমা হাসপাতাল আইসিএমআর এর অনুমোদিত কোভিড টেস্টের নমুনা সংগ্রহ সেন্টার হিসেবে ঘোষণা করে সরকার, সেই মোতাবেক কোভিড নমুনা পরীক্ষা করে পাঠায় আগরতলাতে৷

এখান থেকে রিপোর্ট আসার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্টে স্বাক্ষর করে৷ সেই অনুযায়ী বিলোনিয়া হাসপাতালের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে যাওয়াতে বাঁধ সাজে ইন্ডিগো কতৃপক্ষ৷

এখানে শুধু অসীম মজুমদার না রাজ্যের অন্যান্য মহকুমা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা ইন্ডিগো যাত্রীরা প্রচন্ড তালবাহানার মুখে পড়ে গন্তব্যস্থলে যেতে পারেনি বলে অভিযোগ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?