অনলাইন ডেস্ক, ১৫ মে।। যুক্তরাজ্যে আগামী ২১ জুন থেকে লকডাউন শিথিল করার ক্ষেত্রে করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) ‘বড় বাধা’ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি বলেছেন, যদি ‘উল্লেখযোগ্য’ সংখ্যক সংক্রমণ দেখা দেয়, তাহলে ‘কঠিন কিছু বেছে নিতে হবে’।
লকডাউন শিথিলের সময়সীমা পেছানোর ইঙ্গিতের পাশাপাশি জনসন বলেন, নতুন ভ্যারিয়েন্টের উদ্বেগ থেকে পঞ্চাশোর্ধ্ব এবং অসুস্থদের দুই টিকার মাঝখানের সময় ১২ সপ্তাহ থেকে কমিয়ে আট সপ্তাহ করা হবে।
পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, গত সপ্তাহে করোনা ভারতীয় ধরন শনাক্ত প্রায় তিনগুণ হয়েছে।
বোল্টন, ব্ল্যাকবার্ন, লন্ডন, সেফটন ও নটিংহামসহ ইংল্যান্ডের ১৫টি এলাকায় ঘরে ঘরে নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
টিকা কর্মসূচির মাধ্যমে করোনা প্রতিরোধে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম যুক্তরাজ্য।
শুক্রবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশটিতে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৩ জন।
করোনার ভারতীয় ধরনকে উদ্বেগজনক ক্যাটাগরিতে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। বর্তমানে ভারতের ভয়াবহ মহামারী পরিস্থিতির জন্য এই ধরনকে দায়ী করা হচ্ছে।