স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। আবারও অগ্ণিকাণ্ড কলেজটিলাস্থিত বিএসএনএল অফিসে৷ অগ্ণিকাণ্ডের ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে৷ খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা৷ দমকলকর্মীদের দীর্ঘ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়৷
আগুনে অফিসের ভেতর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ কর্মীদের আশঙ্কা শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ কিন্তু ছুটির দিনে এ ধরনের অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ণ৷
কারণ গত দেড় বছর পূর্বে এই বি এস এন এল অফিসে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছিল৷ কিন্তু দেড় বছর বাদে পুনরায় অগ্ণিসংযোগের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য৷ দাবি উঠেছে সঠিক তদন্তের।