স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। রাজ্যে ১৮ ঊর্ধ্বদের কোভিড টিকাকরণ চলছে। পশ্চিম জেলার আরবান প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা ভ্যাকসিন প্রদান করছেন। শৃঙ্খলাবদ্ধ ভাবে নাগরিকরা টিকা নিচ্ছেন।
অন্যদিকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজও করছেন স্বাস্থ্যকর্মীরা। এদিকে,ইতিমধ্যেই ১৮ ঊর্ধ্ব বহু মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আগামী দিনে এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধিপাবে।
টিকাকরণ ও চিহ্নিত করণ এই দুইয়ের মাধ্যেই কোভিডকে প্রতিহত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তারপরও রেকর্ডের পর রেকর্ড। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রেকর্ড তৈরী হচ্ছে রাজ্যে। রাজ্যে করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে।
সেই সাথে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৫২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। গত ২৪ ঘন্টায় করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ০৩ জন।
এদিন সর্বমোট ৫,৬৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৫৫২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
শুক্রবার আক্রান্ত ৫৫২ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ২৭৪ জন।
সিপাহীজলায় ৩০, গোমতী জেলায় ১৬, উত্তর ত্রিপুরায় ৫৭, খোয়াই ১৬, ঊনকোটি ৯৭, ধলাই ২৩ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৩৯ জন। এছাড়া এদিন ২৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।