অনলাইন ডেস্ক, ১৫ মে।। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে ব্রাজিল। দুই অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস ও থিয়াগো সিলভাকে রাখা হয়েছে দলে। চোটের কারণে দলটির সবশেষ দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচে না থাকা নেইমারও ফিরেছেন। ৩৮ বছর বয়সী আলভেস সাও পাওলোর অন্যতম সেরা খেলোয়াড়।
অন্যদিকে ৩৬ বছর বয়সী সিলভা চেলসির অন্যতম বড় ভরসা। ক’দিন পরই যিনি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে খেলবেন। ক্লাবের হয়ে তাদের পারফরম্যান্স ও জাতীয় দলের অভিজ্ঞতার জন্যই কোচ তিতে তাদের দলে নিয়েছেন।
আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের চারটিতেই জিতে শীর্ষে রয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে দলটি।
এ অঞ্চলের ১০ দলের মার্চে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য তা স্থগিত হয়।
এদিকে ১৩ জুন শুরু হবে কোপা আমেরিকা। এই দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই সেই আসরের দল সাজাবেন ব্রাজিল কোচ তিতে।
ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (ইউভেন্তুস), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দিয়াগো সিলভা (চেলসি), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)
ফরোয়ার্ড: এভেরতন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)।