স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ মে।। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে ওটিপিসি পালাটানা পাওয়ার প্ল্যান্টের মূল ফটকের সামনে প্ল্যান্টে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে পঞ্চম দিন গণবস্থান অব্যাহত৷
অভিযোগ ওটিপিসি পালাটানার ম্যানেজমেন্টে কর্মরত দুই একজনের স্বার্থ চরিতার্থের জন্য বিগত দিনের অশুভ শক্তির দ্বারা পরিচালিত এই স্বার্থবাদী ষড়যন্ত্রের হাত থেকে অর্থাৎ শিল্প ধবংসে যাদের ইতিহাস সেই অশুভ শক্তির হাত থেকে রাজ্যের সর্ববৃহৎ শিল্প ওটিপিসি পালাটানাকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং ওটিপিসি-র মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের দাবিতে চলছে গণবস্থান৷
ভারতীয় মজদুর সংঘের মূল লক্ষ্য রাষ্ট্রহতি, প্রদেশহিত, উদ্যোগহিত এবং মজদুরহিতের লক্ষ্যেই পালাটানা ওটিপিসিতে কর্মরত ইঞ্জিনিয়ার ও হেল্পারদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অনৈতিক বহিষ্কারের প্রতিবাদে এবং এই ইঞ্জিনিয়ারকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে শুক্রবার শ্রমিকদের আন্দোলন পঞ্চমদিনেও অব্যাহত রয়েছে৷ ভারতীয় মজদুর সংঘের দাবি যতদিন পর্যন্ত তাদের ন্যায্য এগারো দফা দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত চলবে এই গণ- অবস্থান৷