অনলাইন ডেস্ক, ১৫ মে।। ব্রিটেনের রাজপরিবারের স্বাধীনচেতা সন্তান প্রিন্স হ্যারি পারিবারিক জীবন নিয়ে আবার বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি একটি শোতে বলেছেন, বাড়িতে নিজেকে চিড়িয়াখানায় বন্দি মনে হতো তার।
আর্মচেয়ার এক্সপার্ট পডকাস্টের সর্বশেষ পর্বে দ্য ডিউক অব সাসেক্স বলেন, ২০ বছর বয়সে বেশ কয়েকবার তিনি ঘর ছাড়ার চেষ্টা করেছেন।
গত বছর জানুয়ারিতে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন হ্যারি ও মেগান।
সম্প্রতি আরেকটি শোয়ে কৃষ্ণাঙ্গ মায়ের কন্যা মেগান বলেছিলেন, আর্চির জন্মের আগে ছেলের গায়ের রং কতটা কালো হতে পারে, রাজপরিবারে এসব নিয়ে আলোচনা হতো!
প্রচণ্ড মানসিক চাপে এক সময় অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। হ্যারি এ দিনের শোয়ে জানিয়েছেন, স্ত্রীর ওই অবস্থায় অবর্ণনীয়ভাবে অসহায় বোধ করেছিলেন তিনি।
যুদ্ধদীর্ণ আফগানিস্তানে হেলিকপ্টারে চেপে যখন ঘুরছিলেন, তখন ঠিক এই রকম অসহায় মনে হয়েছিল নিজেকে।
আর এক বার একই অভিজ্ঞতা হয়েছিল তার। ছোটবেলায় মা ডায়ানার সঙ্গে গাড়িতে যাওয়ার সময়ে এক বার তাদের ধাওয়া করেছিল ছবিশিকারী পাপারাজ্জিরা।
তিনি জানিয়েছেন, রাজপুত্র হিসেবে নিজে যে কষ্ট অনুভব করেছেন, তার সন্তানেরা যাতে সেই যন্ত্রণার আঁচ না পায়, সেই কারণেই ব্রিটেন ছেড়ে আসার সিদ্ধান্ত তার।