অনলাইন ডেস্ক, ১৫ মে।। আইভরি কোস্ট থেকে সাগরে ভাসমান অবস্থায় আইচা নামের ১৭ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
খাবার ও জল ছাড়াই তিন সপ্তাহ কাটিয়েছেন তিনি। নৌকার মধ্যে সাগরে ভাসতে থাকা আইচাকে উদ্ধার করে স্প্যানিশ বিমানবাহিনীর এক নাবিক।
৫৯ জন যাত্রীর মধ্যে যে তিনজন বেঁচেছেন তাদের একজন এই কিশোরী। ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী নৌকাডুবির মধ্যে সবচেয়ে বড় ট্রাজেডি হিসেবে পরিচিত এটি।
আইচা নভেম্বরে নিজ শহর ছাড়েন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মাউরিতানিয়ার উদ্দেশ্যে, যেখানে তিনি নৌকা পেয়েছিলেন। তার এই ঝুঁকিপূর্ণ পরিকল্পনার বিষয়ে জানতেন তার বড় বোন।