স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। বৃহস্পতিবার থেকে আগরতলা পুর নিগম এলাকার ছয়টি স্থানে ১৮ থেকে বছর বয়সীদের টিকা করনের কাজ শুরু হয়েছে। প্রায়োরিটি হিসাবে এই টিকা প্রদানের ঘোষণা করে সরকার।
১৫ হাজার ১৫০ টি কোভ্যাক্সিন রাজ্যে এসেছে। তার থেকে প্রায়োরিটি গ্রুপের জন্য আলাদা ভাবে ৫ হাজার টিকা চিহ্নিত করা হয়েছে। এই প্রায়োরিটি গ্রুপে রাখা হয়েছে সাংবাদিক, রিক্সা, টমটম ও অটো রিক্সা চালক, উচ্চ আদালতের আইনজীবী ও কর্মী, এফ সি আই ও খাদ্য দপ্তরের কর্মীদের।
রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১৪ ও ১৫ মে রিক্সা ও অটো রিক্সা চালকদের ভ্যাকসিন প্রদান করা হবে। সেই মোতাবেক শুক্রবার থেকে বটতলার তিনটি স্থানে রিক্সা, টমটম ও অটো রিক্সা চালকদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে।
এই সকাল থেকে ভ্যাকসিন সেন্টার গুলিতে সকাল থেকে টিকা নেওয়ার জন্য ভিড় জমায় রিক্সা,টমটম ও অটো রিক্সা চালকরা।রিক্সা,টমটম ও অটো রিক্সা চালকদের অগ্রাধিকারের মাধ্যমে টিকা প্রদান করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান শ্রমিক নেতা বিপ্লব কর।
তিনি আরও জানান এইদিন বটতলা এলাকার তিনটি স্থানে ২০০ করে মোট ৬০০ ভ্যাকসিন প্রদান করা হবে।সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।