স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। আগরতলা পুর নিগম এলাকার কিছু কিছু জায়গায় ফের একবার পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। প্রতিদিন কোন না কোন ওয়ার্ডে ব্যহত হচ্ছে পানীয় জল সরবরাহ। আর তা বজায় থাকছে দিনের পর দিন। অথচ এই জলের পরিষেবা স্বাভাবিক রাখতে বহু বার বলার পরেও হচ্ছে না সুরাহা।
ধীরে ধীরে ক্ষোভ জন্মাচ্ছে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। তারই বহিঃ প্রকাশ ঘটল শুক্রবার প্রতাপগড়ের মজুমদার টিলা এলাকায়। এদিন পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখার দাবিতে আচমকা পথ অবরোধ করে এলাকার বাসিন্দারা। রাস্তায় বাঁশ দিয়ে রাস্তা অবরোধে সামিল হয় ভুক্ত ভোগীরা।
এই খবর স্থানীয় নেতৃত্বের কাছে পৌছুতেই শুরু হয় দৌড় ঝাঁপ। বিজেপি দলকে বদনাম করতে এই ফন্দি আটা হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় শাসক দলের নেতৃত্বরা। জল নিয়মিত সরবরাহ না করার বিষয়টি অবশ্য শিকার করে নেয় নেতারাই। কিন্তু তাদের দাবি জলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।
টিলা জায়গা হওয়াতে জলের প্রেসার কম। তাঁর উপর একাধিক পাম্প মেশিন নস্ট বলে দাবি করেন তাঁরা। এই নিয়ে এস ডি ও-র সাথে তাদের কথা হয়েছে। ১০ দিনের মধ্যে এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেন তাঁরা।
৪২ নং ওয়ার্ড এলাকায় মানুষ আগের সরকারের আমলে সঠিক পরিকল্পনার অভাবের জন্য বর্তমানে জল কষ্টে ভুগছে বলে দাবি তাদের। কালিটিলা, মজুমদার টিলা এলাকায় এই জল কষ্ট তীব্র আকার ধারন করেছে। তবে পরিষেবা স্বাভাবিক রাখার সমস্ত চেষ্টা চলছে বলে জানান নেতৃত্বরা।