অনলাইন ডেস্ক, ১৪ মে।। গ্রানাদাকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কেবল ২ পয়েন্ট দূরে আছে অ্যাটলেটির চেয়ে। লা লিগায় দুই দলের ম্যাচ বাকি আরও দুটি করে।
শিরোপা জিততে হলে বাকি দুই ম্যাচে জিততেই হবে ডিয়েগো সিমিওনের দলকে। পা ফসকালেই তাদের তাদের স্বপ্ন কেড়ে নিয়ে পারে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল।
ম্যানুয়েল গুতিরেজেরে স্কুপড পাসে ১৭তম মিনিটে গ্রানাদার মাঠে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন লুকা মদরিচ। এরপর প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেন রদ্রিগো।
দ্বিতীয়ার্ধে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড হোর্হে মোলিনার গোলে ম্যাচে ফেরার আভাস দেয় গ্রানাদা। তবে তাদের সেই আশা নিমিষেই ভেস্তে দেন আলভারো ওদ্রিওজোলা।
৭৫তম মিনিটে ইডেন হ্যাজার্ডের পাসে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার। পরের মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। গ্রানাদার গোলরক্ষক এক ভুল করে ওপরে উঠে এলে ৪০ গজ দূর থেকে খালি গোলপোস্টে শট নেন করিম বেনজেমা।
এদিকে রবিবার যদি রিয়াল ব্যর্থ হয় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ওসাসুনাকে হারায় তবে শিরোপা যাবে কোচ ডিয়েগো সিমিওনের হাতে।
৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৭৮। ৭৬ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা পরের ম্যাচ খেলবে সেল্তা ফিগোর বিপক্ষে।