এরইমধ্যে শরতের আভাস টেলিভিশনের পর্দায় এনে দিতে চলেছে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ফোর’। শুরু থেকেই এই শোয়ের বিচারক হিসেবে পাওয়া গেছে শিল্পা শেঠিকে। কিন্তু সম্প্রতি তার সম্পূর্ণ পরিবার করোনা আক্রান্ত হওয়ায় এখন আর বিচারকের আসনে দেখা যায় না তাকে। তবে তার পরিবর্তে এসেছের বলিউডের আরেক সুন্দরী মালাইকা আরোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই শোয়ের আগামী পর্বের প্রোমো।
যেখানে ধুনুচি নাচে পরিচালক অনুরাগ বসুকে জোরদার টক্কর দিতে দেখা গেছে মালাইকা আরোরাকে। মহারাষ্ট্রে শুটিং বন্ধ থাকায় আপাতত দমনে হচ্ছে ‘সুপার ডান্সার ফোর’-এর শুটিং। সেখানেই পরিচালক অনুরাগ বসু মালাইকাকে শিখিয়েছেন কীভাবে ধুনুচি নাচ করতে হয়। যদিও আচমকা মালাইকা অনুরাগের কাছে ধুনুচি নাচ শেখার আবদার করে বসেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অনুরাগও। ধুতি-পঞ্জাবি পরে স্টেজে উঠে মালাইকাকে মাটির ধুনুচি হাতে নিয়ে নাচ শেখাতে শুরু করেন। আর অনুরাগের দেখানো স্টেপ খুব সুন্দর করে ফলো করেন মালাইকা।