অনলাইন ডেস্ক, ১৪ মে।। ওল্ড ট্রাফোর্ডে প্রথম জয় পেয়েছে কোচ ইউর্গেন ক্লপ। শুরুতে পিছিয়ে পড়েও রবার্তো ফিরমিনোর জোড়া গোলে লিভারপুল ৪-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই সঙ্গে লিগের সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলারও সুযোগ ও আশা বাঁচিয়ে রাখল অলরেডরা। লিভারপুল-ইউনাইটেড মানে আগুনে-রোমাঞ্চকর লড়াই।
হলোও তাই। ম্যাচ শুরুর আগে রেড ডেভিলদের মালিকানা নিয়ে মাঠের বাইরে প্রতিবাদ জানায় রেড ডেভিল সমর্থকরা। তবে তাদের সেই রাগকে শান্ত করতে বেশিক্ষণ লাগেনি ওলে গানার সুলশারের শিষ্যদের।
১০ম মিনিটে ওয়ান-বিসাকার পাসে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। তবে সেই ব্যবধান তারা ধরতে পারেনি। ৩৪তম মিনিটে ফিলিপসের পাসে লিভারপুলকে সমতায় ফেরান দিয়েগো জোতা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটাও বাড়িয়ে নেয় ক্লপের দল। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে আলেক্সান্দার-আর্নল্ডের পাসে ইউনাইটেডের জাল খুঁজে নেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থদের সঙ্গে গোল উদ্যাপনের সঙ্গী হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। হঠাৎ পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে ইউনাইটেড। ৬০তম মিনিটে এডিনসন কাভানির পাসে ব্যবধান কমিয়ে রোমাঞ্চ জমিয়ে তুলেন মার্কাস রাশফোর্ড। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে স্পটলাইটটা নিজের দিকে টেনে নেন মোহামেদ সালাহ। ৯০তম মিনিটে জোন্সের পাসে ইউনাইটেডের ম্যাচে ফেরার সব আশা চূর্ণ করে দেন মিশরীয় ফরোয়ার্ড।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে সালাহর এটি ২১তম গোল। এই গোলে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের দাবিদারও হয়ে উঠলেন তিনি। ২১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার চেয়ার ভাগাভাগি করছেন সালাহ ও হ্যারি কেন। অন্যদিকে কোচ সুলশারের দল এই মৌসুমে ৬ ম্যাচ হারল ঘরের মাটিতে।
দাপুটে জয়ে ওয়েস্ট হামকে টপকে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে লিভারপুল। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। রবিবার যদি তারা ওয়েস্ট ব্রমের বিপক্ষে জেতে তবে নিশ্বাস দূরত্বে চলে আসবে এফএ কাপের দুই ফাইনালিস্ট এবং লিগে তিন ও চারে থাকা চেলসি ও লেস্টার সিটির। তার মধ্যে এই দুই দল লিগে মুখোমুখি হবে ১৮ মে, স্টামফোর্ড ব্রিজে।