অনলাইন ডেস্ক, ১৪ মে।। এমন একটা সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, যখন চারদিকে করোনার প্রাদুর্ভাব। মানুষের মুখে-মুখে মাস্ক; এবং সেটা বাধ্যতামূলক। ওই পরিস্থিতিতে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই মে মাসে প্রথমবার মাস্ক খুলে মিটিং করলেন জো বাইডেন।
এর আগেই বাইডেন টুইটে জানান, ভ্যাকসিনের দুই ডোজ নেয়া থাকলে ঘরে-বাইরে মাস্ক ছাড়াই ঘোরা যাবে। বিবিসি জানিয়েছে, শুক্রবার ওভাল অফিসে রিপাবলিকানদের সঙ্গে বাইডেন বৈঠক করেন।
টুইটে বাইডেন লিখেছেন, ‘কভিড ১৯-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ আমেরিকার জন্য একটি ভাল দিন। কিছু ক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা নেয়া ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। ’
বাইডেনের টুইটের প্রত্যুত্তরে একজন লিখেছেন, ‘এর ফলে টিকা সম্পূর্ণ না হওয়া কোনও ব্যক্তি যদি মাস্ক ছাড়া ঘুরে বেড়ান, তাতে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে’।
আর একজনের কথায়, এখন পর্যন্ত আমেরিকার মাত্র ৩৫ শতাংশ মানুষ প্রতিষেধক পেয়েছেন। এমন একটি পরিস্থিতিতে সিডিসি-র এই উপলব্ধির ক্ষতিকর দিকটিই বেশি মনে করছেন তিনি।
বাইডেন বলছেন, ‘টিকা নিলে মাস্ক পরতে হবে না। টিকা না নিলে মাস্ক পরতে হবে। কোন পথ বেছে নেবেন, সেই সিদ্ধান্ত আপনার। ’
সিডিসি তাদের নতুন নির্দেশনায় বলেছে, হাসপাতালগুলোতে এই নিয়ম কার্যকর হবে না। সেখানে সবাইকে মাস্ক পরতে হবে।