পবিত্র ঈদুল ফিতর বিশেষ নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । শুক্রবার অনাবিল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর ।

তবে এই বছর ব্যতিক্রমী পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে। করোনা সংক্রমণ যে ভাবে বেড়েছে তাতে করে এই ধর্মীয় উৎসব পালনেও ব্যতিক্রমী হয়েছে। এদিন আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদে ইদের বিশেষ নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা।

মুখে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই ইদের নামাজে সামিল হন সব বয়সের মানুষ। ঈদুল ফিতরের দিন প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা।

সিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদুল ফিতর সমাগত হয়। সুদীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীর ঘরে নিয়ে আসে আনন্দের সওগাত।

তবে এই বছর ইদের খুশির দিনে বিশেষ ভাবে মানবতার পাশে দাড়িয়ে , রাজ্যের সব মানুষের পাশে দাড়িয়ে করোনা অতিমারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লার কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানান আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুর রহমান। এই মহাবিপদ থেকে যাতে বিশ্ব রক্ষা পায় তাঁর জন্যও প্রার্থনা করা হয় বলে জানান তিনি।

একই সঙ্গে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান পবিত্র ঈদুল ফিতরের। এদিন বিধায়ক শহীদ চৌধুরীও আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদে অন্যান্যদের সাথে ঈদের নামাজ আদায় করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?