অনলাইন ডেস্ক, ১৪ মে।। ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০ দলের। এমন পরিকল্পনা করছে আইসিসি।
মূলত ২০২৮ সালের কমনওয়েলথ গেমস ও তারপর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হতে পারে, এই কথা মাথায় রেখে বেশ কয়েক বার এ বিষয়ে আলোচনা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিছুই চূড়ান্ত হয়নি।
তবে আইসিসি বিভিন্ন বিশ্বকাপে বারবারই দলের সংখ্যা পরিবর্তন করেছে। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ১৪ টি দল খেললেও ২০১৯-এ ১০ টি দলের বিশ্বকাপ আয়োজন করে তারা।
কমনওয়েলথ বা অলিম্পিকের মতো প্রতিযোগিতায় ক্রিকেট অন্তর্ভুক্ত হলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই খেলা ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশেও।
এ বছরই অক্টোবর বা নভেম্বর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে আইসিসি। তবে ভারতে না হলেও অন্য কোনো দেশে আয়োজিত হতে পারে এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেবে।
ওয়ানডে বিশ্বকাপেও দল বাড়ানোর কথা ভাবছে আইসিসি। ৫০ ওভারের সংস্করণে দল সংখ্যা কমানো হচ্ছিল ক্রমেই। ২০০৭ আসরে যেখানে অংশ নিয়েছিল ১৬ দল, ২০১১ ও ২০১৫ আসরে ১৪ দল, সেখানে ২০১৯ আসরে সংখ্যা আরও কমিয়ে আনা হয় ১০ দলে।
মূলত ‘বিগ থ্রি’ গঠিত হওয়ার বিশ্বকাপে দল সংখ্যা এত কমানো হয়েছিল এই কারণ দেখিয়ে যে, ব্রডকাস্টাররা একতরফা ম্যাচ কম চায়। এখন আর ‘বিগ থ্রি’ নেই। ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপও তাই বাস্তব সম্ভাবনা।