স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ মে।। নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে উদয়পুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার গোমতী জেলার উদয়পুরে ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মতভেদ চরম আকার ধারণ করে।
নিগো বাণিজ্যের সঙ্গে জড়িতরা জেলা সভাধিপতি স্বপন অধিকারীর পুত্র রূপক অধিকারীকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এ ব্যাপারে রাধা কিশোরপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রূপক অধিকারী থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শোনা গেছে নব্য বিজেপিরা এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যও তিনি আবেদন জানিয়েছেন নব্য বিজেপি নামধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তারা উদয়পুরে নিগো-বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তারাই বর্তমান সরকারকে নানাভাবে কলঙ্কিত করছে বলেও তিনি অভিযোগ করেছেন। দল এবং সরকারের পাশে থেকে দল ও সরকারকে কলঙ্কমুক্ত রাখছে জেলা সভাধিপতি আবেদন জানিয়েছেন। জেলা সভাধিপতি টেলিফোনে বিষয়টি প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহাকে জানিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক এবং জেলা নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন জেলা সভাধিপতি। অবিলম্বে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে জেলা অফিসে তালা ঝুলানো হবে বলেও হুঁশিয়ারি দেন জেলা সভাধিপতি।
নিগো বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। জেলা সভাধিপতির অভিযোগ, পেশাদারী গুন্ডা এনে তার পুত্রকে প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কার্যকলাপ তিনি কোনোভাবেই মেনে নেবেন না বলেও স্পষ্ট বার্তা দেন।
ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।