অনলাইন ডেস্ক, ১৪ মে।। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এএফপি তাদের খবরে বলেছে, লেবাননের সেনাবাহিনীর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েল আর্মিও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। রটেকগুলো সমুদ্রের মধ্যে অবতরণ করে।কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত নয়। তবে ইয়রায়েলের প্রধান শত্রু হিজবুল্লাহর কাছের দুটি সূত্র জানিয়েছে, লেবাননের শিয়া গোষ্ঠীর এতে সম্পৃক্ততা ছিল না।
লেবাননের সামরিক ও সুরক্ষা সূত্র জানায়, রকেটগুলো রাশিহীদ ফিলিস্তিনি শরনার্থী শিবিরের কাছ থেকে চালু হয়েছিল। এক বিবৃতিতে ইসরায়েল আর্মি বলেছে, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।