অনলাইন ডেস্ক, ১৪ মে।। ফিলিস্তিন এবং ইসরায়েলের চলমান সংঘর্ষ থামাতে শান্তিপ্রিয় মানুষেরা দেশ দুটির বিভিন্ন স্থানে শুক্রবার র্যালির আয়োজন করেছেন। এর মধ্যে কিশোরী এবং মধ্যবয়সী নারীদের একটি আয়োজন নজর কেড়েছে।
ইসরায়েলের আদিহার তিজভি এবং ফিলিস্তিনের তমর শাহ এই ইভেন্টের আয়োজক। ইভেন্টটির ফেইসবুক লিংক থেকে জানা গেছে, জাফফা ক্লক টাওয়ারে দুই দেশের মেয়েরা সাদা পোশাক পরে র্যালিতে অংশ নেবেন।
জেরুজালেম পোস্টের আরেকটি খবর থেকে জানা গেছে, শুক্রবার ইলাত অঞ্চলেও র্যালির আয়োজন করা হয়েছে। ‘ইহুদি-আরবরা শত্রু হতে নারাজ’-শিরোনামে স্থানীয় সময় বিকেলে সাগরপাড়ে র্যালিটি হওয়ার কথা।
ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগ-যুগ ধরে চলে আসছে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।
দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে ‘জেরুজালেম দখল দিবস’ উদ্যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।
আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।
পাশাপাশি হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল। তাদের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৩১ জন শিশু। আহত হয়েছেন ৫৪০ জন।