অনলাইন ডেস্ক, ১৩ মে।। বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রধান কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন আল সাদের সঙ্গে। ২০২৩ সাল পর্যন্ত কাতারি ক্লাবটিতে থাকবেন তিনি।
বুধবার আল সাদ জানায়, ২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০২০/২১ মৌসুমে কাতার স্টার্স লিগে জাভির অধীনে অপরাজিত থেকে শিরোপা জিতেছে আল সাদ।
২২ ম্যাচের মধ্যে ১৯ জয় ও ৩ ড্রয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতে ক্লাবটি। যার মধ্যে প্রতিপক্ষকে ৭৭ গোল দেওয়ার পাশাপাশি নিজেরা হজম করেছে ১৪ গোল।
দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে, কোচ হয়ে ক্যাম্প ন্যুয়ে ফিরতে পারেন জাভি। তবে বার্সার সাবেক মিডফিল্ডার বিশ্বস্ত থাকছেন আল সাদের প্রতি।
কেবল বার্সায় নয়, জাভিকে নিজেদের ডাগআউটে দেখতে চায় ইউরোপের অনেক ধনী ক্লাব। তবে আপাতত কোথাও যাচ্ছেন না ২০১৯ সাল থেকে আল সাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসা ৪১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার।