অনলাইন ডেস্ক, ১৩ মে।। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বল করেন পাকিস্তানের তিন বোলার হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি। যার পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তিনজনই উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ইনিংস ও ১৪৭ রানে জেতার পথে পাকিস্তানের প্রথম ত্রয়ী হিসেবে একই টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন হাসান, আফ্রিদি ও নোমান।
এমন পারফরম্যান্সে হাসান ছয় ধাপ এগিয়ে আছেন ১৪ নম্বরে। বাঁহাতি পেসার আফ্রিদি ৯ ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে। বাঁহাতি স্পিনার নোমান ৪৬ ধাপ এগিয়ে আছেন ৫৪ নম্বরে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব মিলিয়ে কেবল ছয়বার কোনো টেস্টে একই দলের তিন খেলোয়াড় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের একমাত্র ইনিংসে অপরাজিত ২১৫ রানের ইনিংস খেলা ওপেনার আবিদ আলি। ৩৮ ধাপ এগিয়ে ৩৩ বছর বয়সী ওপেনার আছেন ৪০তম স্থানে।
১২৬ রানের ইনিংস খেলে ১৬তম স্থানে উঠে এসেছেন আজহার আলি। ১০৪ বলে ৯৭ রানের ইনিংসের জন্য ৩৫ ধাপ এগিয়ে ১১৬ স্থানে উঠে এসেছেন নোমান। একমাত্র ইনিংসে ২ রান রানে আউট হয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম নেমে গেছেন ১০ নম্বরে। এদিকে জিম্বাবুয়ের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন ব্লেসিং মুজারাবানি।
৮২ রানে ৩ উইকেট নেওয়া জিম্বাবুয়ের এই পেসার উঠে এসেছেন ৫১তম স্থানে। ৩৩ ও ৮০ রানের ইনিংসে ১৬ ধাপ এগিয়ে ৮১ নম্বরে আছেন রেজিস চাকাভা।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ স্থানে নেই কোনো পরিবর্তন। ব্যাটসম্যানদের প্রথম পাঁচটি স্থানও অপরিবর্তিত। সেরা ১০ অলরাউন্ডারের মধ্যেও আসেনি কোনো পরিবর্তন।