অনলাইন ডেস্ক, ১৩ মে।। আসছে গ্রীষ্মে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপে ভার্জিল ফন ডাইককে পাচ্ছে না নেদারল্যান্ডস। লিভারপুলের সেন্টার-ব্যাক নিজেকে সরিয়ে নিয়েছেন টুর্নামেন্ট থেকে।
২৯ বছর বয়সী তারকা গত অক্টোবরে লিগামেন্টের চোটে পড়েন। অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসনের মধ্যে রয়েছেন তিনি।
নেদারল্যান্ডস অধিনায়ক বলেন, ‘আমার মনে হচ্ছে শারীরিক দিক থেকে ইউরোতে না খেলার সিদ্ধান্তই আমার জন্য সঠিক। মৌসুমের ফাঁকা সময়ে আমার পুনর্বাসনের শেষ ধাপ চালিয়ে যাব।’
১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে ইউরো। যা গত বছর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল। প্রতিযোগিতাটিতে ‘সি’ গ্রুপে ডাচদের প্রতিপক্ষ তিন দল হলো- অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেন।