স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৩ মে।। কমলপুর মহকুমার অন্তর্গত দুর্গাচৌমুহনী আর ডি ব্লকের ৬ টি এডিসি ভিলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতকাল পর্যালোচনা করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া।
বনমন্ত্রী সংশ্লিষ্ট বিভিন্ন লাইন দপ্তরের মহকুমা স্তরের আধিকারিক সহ ব্লকের বিডিও, পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিকদের জনজাতিদের উন্নয়নে এডিসি ভিলেজগুলিতে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি পর্যালোচনা করেন এবং প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ নিতে বলেন।
তিনি সভায় কোভিড উদ্ভুত পরিস্থিতিতে জনজাতি এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাতে কোন ত্রুটি না থাকে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলেন। তিনি সমস্ত উন্নয়নমূলক কাজের জন্য বিডিও, পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিকদের অধিক দায়িত্ব নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
এদিনের সভায় সভাপতিত্ব করেন দুর্গাচৌমহনী বি এ সি’র চেয়ারম্যান কুমার হালাম। সভার শেষে বনমন্ত্রী মেবার জমাতিয়া ব্লক প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।