সাবধানতাই পারে কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ মে।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ধলাই জেলা সদর আমবাসা ও কমলপুর মহকুমার কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করেন। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী প্রথমে আমবাসা রেলওয়ে গেস্ট হাউসের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার-১ পরিদর্শন করেন।

এই কোভিড কেয়ার সেন্টারের অক্সিজেন বেড ইউনিট, আইসিইউ ইউনিটটি পরিদর্শন করেন এবং কোভিড কেয়ার সেন্টারের পরিষেবা সংক্রান্ত বিষয়ের খোজ খবর নেন। এখানে মুখ্যমন্ত্রী কোভিড সংক্রমিত মহিলা রোগীদের জন্য তৈরি ওয়ার্ডটিও পরিদর্শন করেন। এই কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, একমাত্র সাবধানতাই পারে আমাদের কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে।

রাজ্যে ৪৫ ও তার ঊর্দ্ধ বয়সের নাগরিকদের কোভিড ভ্যাকসিনেশন বড়মাত্রায় সম্পন্ন হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বৎসর বয়সের নাগরিকদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার কোভিড টিকাকরণে গুরুত্ব দিয়েছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

https://www.facebook.com/bjpbiplab/videos/314742933690885/

তিনি বলেন, কোভিড স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। কোভিড সংক্রমিতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা জেলা ও মহকুমা স্তরে করা হয়েছে। রেলওয়ে গেস্ট হাউসের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী আমবাসা পঞ্চায়েতীরাজ ট্রেনিং ইন্সস্টিটিউটের কোভিড কেয়ার সেন্টার-১ পরিদর্শন করেন।

এখানে ১৩০ টি শয্যা রয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এখানে মুখ্যমন্ত্রী কোভিড সংক্রমিতদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোজ খবর নেন। তাদের কোন অসুবিধা হচ্ছে কি না সেবিষয়েও মুখ্যমন্ত্রী কোভিড সংক্রমিতদের কাছ থেকে জেনে নেন।

https://www.facebook.com/bjpbiplab/videos/578588879748394/

কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান ধলাই জেলায় এখনও কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা কম। জেলায় পজিটিভিটির হার রাজ্যের তুলনায় অনেক কম। তবুও সরকার জেলা ও মহকুমা স্তরে সবরকমের পরিকাঠামো প্রস্তুত রেখেছে।অক্সিজেনযুক্ত শয্যা ও আই সি ইউ-র ব্যবস্থাও করা হয়েছে।

আমবাসায় কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, প্রধান সচিব জে কে সিনহা, ধলাই জেলার জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল, পুলিশ সুপার কিশোর দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক মোসলেমউদ্দীন আহমেদ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা মহকুমার মহকুমা শাসক জে ভি দোয়াতি প্রমুখ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?