অনলাইন ডেস্ক, ১৩ মে।। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ভ্যাকসিন গ্রহীতাদের জন্য একটি লটারির আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। পাঁচজনকে ১০ লাখ ডলার বা ৮ কোটি ৪৭ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, ভ্যাকসিন নেয়া প্রাপ্তবয়স্ক মানুষেরা এই লটারির জন্য বিবেচিত হবেন।
কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস মহামারী মোকাবেলায় যে অর্থ বরাদ্দ করেছে তার থেকে এই অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ককে টিকা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট জনসংখ্যার ৫৮.৭০% মানুষ টিকা নিয়েছেন। কিন্তু সে দেশে তিন কোটি ২০ লক্ষ মানুষ এখন করোনায় আক্রান্ত, যেটি বিশ্বে সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মধ্যে ৭০% প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে টিকা নিতে আসা লোকের সংখ্যা কমছে। ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধার জন্যই এমনটা ঘটছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন। এই পটভূমিতে মানুষকে টিকা নিতে উৎসাহিত করার লক্ষ্যে নানা অঙ্গরাজ্যের সরকার নগদ অর্থ ছাড়াও বিয়ার, ডোনাট, নানা ধরনের খেলা দেখার জন্য ফ্রি টিকেট দিচ্ছে।