রাজ্যে কোনও রাজনৈতিক সন্ত্রাস হবে না, সিপিএমকে আশ্বাস রাজ্যপালের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর সম্প্রতি শান্তিরবাজারে সংঘটিত আক্রমণ নিয়ে বুধবার রাজ্যপাল রমেশ বৈসের দ্বারস্থ হয় সিপিএম৷ এই মর্মে চারজনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে ওইদিনের ঘটনার যথাযথ বিচার-সহ বিরোধী দলের নেতা-বিধায়কদের উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন৷

সিপিএমের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর, নরেশ জমাতিয়া, রমা দাস ও রাধাচরণ দেববর্মা৷ এখানে উল্লেখ্য, গত ১০ মে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে উদ্দেশ্য করে পচা ডিম, জলের বোতল ইত্যাদি ছুঁড়ে মারে একাংশ উত্তেজিত লোক৷ তারা রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরৎ চেয়ে আওয়াজ তোলে৷

একই সঙ্গে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকে৷ মানিক সরকারের সঙ্গে তখন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী-সহ আরও অনেকেই ছিলেন৷ মানিক সরকারের বিলাসবহুল সুদৃশ্য গাড়িতেও উত্তেজিত জনতার ছোঁড়া পচা ডিম ইত্যাদি পড়েছে, এমন দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷

এ ঘটনারই যথাযথ বিচার চেয়ে এদিন রাজ্যপালের দ্বারস্থ হয় সিপিএমের ওই প্রতিনিধি দল৷ পরে মেলারমাঠে সিপিএমের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর বলেন, আমাদের স্মারকলিপি পেয়ে ও বক্তব্য শুনে রাজ্যপাল জানিয়েছেন, এ রাজ্যে সমস্ত রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মসূচি সংঘটিত করার অধিকার রয়েছে৷

বৃহস্পতিবার থেকে রাজ্যে কোনও রাজনৈতিক সন্ত্রাস হবে না বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন৷ একই সঙ্গে বলেছেন, ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের মহানির্দেশকে ডেকেছেন৷ এছাড়া বিজেপি-র প্রদেশ সভাপতির সঙ্গেও কথা বলবেন৷ কথা বলবেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও৷

সব মিলিয়ে রাজ্যে সমস্ত রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মসূচি করার সাংবিধানিক অধিকার থাকবে বলে রাজ্যপাল জানিয়েছেন৷ নারায়ণ কর বলেন, বিগত তিন বছর ধরেই রাজ্যে সাংবিধানিক অধিকার ভোগ করার সুযোগ পাচ্ছে না সিপিএম৷ দলের নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছে৷

সংসদীয় কাজকর্ম করতে পারছেন না৷ সিপিএমের বহু পার্টি অফিস বন্ধ৷ এ সমস্ত কিছু জানিয়েই রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়া হয়৷ তিনিও সমস্যা সমাধানের নিশ্চয়তা দিয়েছেন৷ সিপিএমের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে নরেশ জমাতিয়া, রমা দাসও ছিলেন৷

https://www.facebook.com/cpimtripuraofficialpage/videos/5565915953480383/

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?