পঞ্চাশোর্ধ শাশুড়ির ‘রাসলীলা’ দেখে ফেলায় পুত্রবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ মে।। শাশুড়ির অবৈধ সম্পর্ক পুত্রবধূর চোখে ধরা পড়তেই নববধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার শাশুড়ির৷

সংবাদে প্রকাশ, উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ির বাগমা-কমলাসাগর দিঘির পাড় এলাকায় বুধবার দুপুরে একাকিত্বের সুযোগে নব পুত্রবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ওই এলাকার সুধীর পালের স্ত্রী স্বপ্না পাল (৫২) দীর্ঘ দিন যাবত এলাকারই এক যুবকের সাথে অবৈধ প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷

মাত্র ছয়মাস আগে আগরতলা থেকে বিয়ে করে আনা নিজের পুত্রবধূ প্রতিমা পাল (১৯), শাশুড়ির অবৈধ প্রেমের কাহিনী স্ব-চক্ষে দেখে ফেলেন৷ পুত্রবধূ শাশুড়ির এই অবৈধ প্রেমের কাহিনী দেখতেই নববধূর উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন৷ প্রতিদিন গৃহবধূর উপর নির্যাতন চালাত বলেও অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে৷

বুধবার সকাল থেকেই গৃহবধূর উপর ব্যাপক অত্যাচার চালিয়েছেন শাশুড়ি৷ দুপুর ঘনিয়ে আসতেই বাড়িতে একাকিত্বের সুযোগে শাশুড়ি স্বপ্না পাল নববধূর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করেন৷

প্রতিবেশীরা এই ঘটনাটিকে আঁচ করতে পেরে বাড়িতে গিয়ে অজ্ঞান অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন নববধূ৷ ঘটনার খবর পেয়ে বাগমা পুলিশ ফাঁড়ির পুলিশ গৃহবধূর বাড়িতে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?