মাস্ক : নিয়ম ভাঙার প্রবণতা শিক্ষিতদের মধ্যে, বাড়াচ্ছেন ঝুঁকি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই অবস্থায় শহরের বাজারগুলিতে বুধবার মাস্ক এনফোর্সমেন্ট করা হয়৷ একটা শ্রেণির মানুষ মাস্ক সঠিক ভাবে ব্যবহার করছে না৷ করোনার প্রকোপ ঠেকাতে সরকার নানাবিধ নির্দেশ জারি করেছে৷

নৈশ কালীন কারফিউ জারি করেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না৷ কিন্তু একাংশ মানুষের সরকারি নির্দেশ না মানার প্রবণতা আরো ঝুঁকি বাড়াচ্ছে৷ যার জেরে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে প্রশাসনকে৷ এদিন রাজধানীর ৫টি বাজারে একযোগে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসনের বিভিন্ন টিম৷

কিন্তু বাজারগুলির চিত্র দেখলে শিউরে উঠতে হয়, মাস্ক পরার নির্দেশ শিকেয় তুলে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা৷ এদিন অন্যান্য বাজারগুলির সাথে বটতলা বাজারে অভিযানে নামেন খোদ সদর মহকুমা শাসক অসীম সাহা৷ বাজারের একাধিক স্থানে যান তিনি৷ কিন্তু মানুষের নিয়ম ভাঙ্গার প্রবণতা নিয়ে চূড়ান্ত বিরক্ত হন সদর মহকুমা শাসক৷ সরকারি নিয়ম করে কোন কিছু ঠেকানো সম্ভব নয়৷

জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ না থাকলে এই নির্দেশিকা ধাক্কা খেতে বাধ্য৷ আর এই একটা অংশই ঝুঁকি বাড়াচ্ছে শহরের৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ একাধিক ক্রেতা-বিক্রেতা ও পথ চলতি মানুষকে সঠিত ভাবে মাস্ক না পরার জন্য জরিমানা করা হয়৷

কিন্তু সবচাইতে বড় সমস্যা হল এই নিয়ম ভাঙ্গার প্রবণতা বেশি দেখা যাচ্ছে শিক্ষিত মানুষের মধ্যেই৷ অযথা বাজারে ভিড় করা৷ মাস্ক ঠিক ভাবে পরিধান না করা৷ সদর মহকুমা শাসক জানান মাস্ক এনফোর্সমেন্ট নিয়মিত করা হচ্ছে৷

বটতলা, মহারাজগঞ্জ, দুর্গা চৌমুহনী, লেইক চৌমুহনি বাজারগুলিতে যৌথ ভাবে অভিযান চালানো হচ্ছে৷ বয়স্কদের কাছে অনুরোধ করা হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া বাজারে না আসার জন্য৷ এত কিছুর পরেও একটা অংশ তা মানছে না৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?