অনলাইন ডেস্ক, ১৩ মে।। ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি পর্তুগালের পোর্তোয় অনুষ্ঠিত হবে। দুই দলের ৬ হাজার করে দর্শক মাঠে থাকতে পারবে। এমনিতে ২৯ মে তুরস্কের ইস্তানবুলে হওয়ার কথা ছিল ম্যাচটি।
কিন্তু করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক যাতায়াতে বিধি নিষেধ থাকায় ম্যাচটি পোর্তোয় সরিয়ে নেওয়া হয়েছে।চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্টই ইংল্যান্ডের। ইংল্যান্ড থেকে যাতায়াতের ক্ষেত্রে যে সব দেশ গ্রিন লিস্টে আছে, তার মধ্যে পর্তুগাল রয়েছে। তাই পর্তুগাল থেকে ফিরে খেলোয়াড় ও দর্শক কারো কোয়ারেন্টাইন করা লাগবে না। কিন্তু তুরস্ক ছিল রেড লিস্টে।
মূলত এ কারণেই সেখান থেকে সরিয়ে আনা হয়েছে ম্যাচটি। গত আসরের ফাইনালও হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টুর্নামেন্ট স্থগিত থাকার পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল সরিয়ে নেওয়া হয় পর্তুগালের লিসবনে। দর্শকশূন্য স্টেডিয়ামে সেখানেই হয় ‘আট দলের মিনি-টুর্নামেন্ট।’